সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খুলনায় জেলি মেশানো চিংড়ি উদ্ধার, ১৫ জনকে জরিমানা

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ১৫ ০৩ ০১  

খুলনায়-জেলি-মেশানো-চিংড়ি-উদ্ধার-১৫-জনকে-জরিমানা

খুলনায়-জেলি-মেশানো-চিংড়ি-উদ্ধার-১৫-জনকে-জরিমানা

খুলনায় মৎস্য আড়তে অভিযান চালিয়ে জেলি মেশানো ৯০০ কেজি চিংড়ি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ১৫ জনকে এক লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, খুলনা অঞ্চল চিংড়ির জন্য খুবই বিখ্যাত। জিআই পণ্য চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে বিশ্বে পরিচিত। খুলনা হতে চিংড়ি দেশের নানা প্রান্তে সরবরাহ এবং বিদেশে রফতানি করা হয়। কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে আসছেন। একইসঙ্গে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষণীয় করছেন।

তিনি আরো জানান, এরই ধারাবাহিকতায় বুধবার রাতে র‌্যাব-৬, সদর কোম্পানি, খুলনার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খুলনা মহানগরীর রূপসা বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন মৎস্য আড়তে কিছু অসাধু ব্যবসায় অবৈধভাবে চিংড়ি মাছে জেলি পুশ করছে। এ সংবাদের ভিত্তিতে রূপসার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে চিংড়িতে জেলি পুশ করার দায়ে মেসার্স রাকিব ফিসের ম্যানেজার ইব্রাহিম শেখকে এক লাখ টাকা, তার কর্মচারী ইমন মোল্লাকে পাঁচ হাজার টাকা এবং রবিউল ইসলাম জুয়েল, রাসেল ব্যাপারী, নাজিম সরদার, মো. মিরাজ, মো. আল আমিন ইসলাম, মো. রিপন হাওলাদার, মো. নাজমুল, বাবু হোসেন, মো. হাফিজুর রহমান, রনি মৃধা, মো. আলিফ, হানিফ হাওলাদার এবং মোস্তাকিম হাওলাদার প্রত্যেককে তিন হাজার টাকা করে সর্বমোট এক লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঐ মৎস্য আড়ত থেকে জেলি মেশানো ৯০০ কেজি চিংড়ি উদ্ধার করা হয়।

Provaati
    দৈনিক প্রভাতী