সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খুলনায় চার লাখ টাকার জাল নোটসহ আটক ২

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ২০ ০৮ ০১  

খুলনায়-চার-লাখ-টাকার-জাল-নোটসহ-আটক-২

খুলনায়-চার-লাখ-টাকার-জাল-নোটসহ-আটক-২

খুলনায় চার লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা তৈরির তিনটি প্রিন্টার মেশিন এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার মহানগরীর বয়রা ক্রস রোডের ৯৭/১২ নং হোল্ডিংয়ের ছয়তলা ভবনের একটি ফ্লাট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার লাকুরতলা গ্রামের আবদুস সালামের ছেলে ছগির এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর পেকখালি গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আবদুর রহিম। তারা ঐ বাসায় ভাড়া থাকতেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান জানান, ঐ দুই যুবক ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম দিয়ে জাল নোট তৈরি করে দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় জাল নোটের ব্যবসা করে আসছেন। আটককৃত ছগিরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিভিন্ন থানায় আরো তিনটি মামলা রয়েছে।

তিনি আরো জানান, আটককৃতদের কাছ থেকে চার লাখ ১০ হাজার টাকার জাল নোট, একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, একটি পেনড্রাইভসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

Provaati
    দৈনিক প্রভাতী