মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খুঁটির জোরে পানিতেও জ্বললো আগুন!

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ১৬ ০৪ ০২  

খুঁটির-জোরে-পানিতেও-জ্বললো-আগুন

খুঁটির-জোরে-পানিতেও-জ্বললো-আগুন

হঠাৎ বৃষ্টিতে সড়কে জমে পানি। জমে থাকা সেই পানিতেই  জ্বলে উঠে আগুন। দেখে  অবাক হয়ে যায় পথচারীসহ স্থানীয়রা। খবর পেয়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন দমকল কর্মীরা। আগুনের উৎপত্তি খুঁটির নিচে থাকা গ্যাসলাইন, বুঝতে পারেন সেখানে আসা নেসকোর কর্মীরা। পরে খবর দেয়া হয় পিজিসিএল অফিসে।

ঘটনাটি বগুড়ার সদরের শেরপুর সড়কের ঠনঠনিয়া এলাকায়। সেখানে গ্যাসলাইনের ওপর স্থাপন করা হয়েছে বৈদ্যুতিক খুঁটি। ফলে খুঁটির ঘর্ষণে গ্যাসের পাইপলাইন ফেটে যায়। এ ঘটনার পরপরই গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় শহরের বনানী থেকে সাতমাথা পর্যন্ত কয়েকটি এলাকায়।

মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত পিজিসিএলের কার্যালয়ের টেকনিশিয়ান টিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স  কর্মীরাসহ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)  কতৃপক্ষ  ঘটনাস্থলে গ্যাস সংযোগ মেরামতে কাজ করছে। এর আগে, ঐদিন বিকেলে বৈদ্যুতিক খুঁটির কারণ গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে যায়।

জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকেই বগুড়ায় বৃষ্টিপাত শুরু হয়। এতে  ঠনঠনিয়া এলাকায়  সড়কেসহ পাশে স্থাপন করা বৈদ্যুতিক খুঁটির নিচে পানি জমে। পরে ঐদিন বিকেলে খুঁটির ওপর আগুন জ্বলতে দেখা যায়। সেখান থেকে আগুনের কণা পড়ে বুদবুদ করতে থাকে নিচে জমে থাকা পানি। এক সময় সড়কে জমে থাকা পানিতেও আগুন জ্বলে উঠে। 

পথচারী ও স্থানীয়দের মাধ্যমে নেসকো কর্তৃপক্ষ এবং  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খবর পায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। ওই সময় নেসকোর লোকজন বুঝতে পারেন যে, আগুনের উৎপত্তি খুঁটির নিচে থাকা গ্যাসলাইন থেকে। বিষয়টি তারা  পিজিসিএল অফিসে জানান। 

খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় পাইপলাইন মেরামতের কাজ শুরু করেন পিজিসিএল। দেরিতে কাজ শুরু করার কারণ, তাদেরকে অপেক্ষা করতে হয়েছিল বৈদ্যুতিক খুঁটি সরানো আগ পর্যন্ত। কাজ শুরুর পর মঙ্গলবার রাত ১০ টার দিকে সাতমাথা থেকে বনানী পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হয়। তবে  বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। লাইন মেরামত না হওয়া পর্যন্ত ঐ অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) বগুড়া কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক প্রকৌশলী বরকত হোসেন মোল্লা বলেন, বৈদ্যুতিক খুঁটি সরানোর পর গ্যাসলাইন মেরামতে কাজ শুরু করা হয়েছে। নেসকো কতৃপক্ষ আমাদেরকে না জানিয়েই গ্যাসের পাইপলাইনের ওপর বৈদ্যুতিক খুঁটি স্থাপন করে। ফলে ঘর্ষণে গ্যাস সরবরাহের পাইপলাইন ফুটো হয়ে গেছে। আমাদের টেকনিশিয়ান টিম, ফায়ার সার্ভিস ও নেসকো কর্তৃপক্ষ কাজ করছে। যত দ্রুত সম্ভব লিকেজ মেরামত কাজ শেষ করা হবে।

Provaati
    দৈনিক প্রভাতী