বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেটারদের রেসপেক্টফুলি বিদায় দিতে চায় বিসিবি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২ ২০ ০৮ ০২  

ক্রিকেটারদের-রেসপেক্টফুলি-বিদায়-দিতে-চায়-বিসিবি

ক্রিকেটারদের-রেসপেক্টফুলি-বিদায়-দিতে-চায়-বিসিবি

মুশফিকের পর কি মাহমুদউল্লাহও অবসর নিতে চলেছেন? এমন গুঞ্জনই চলছে খেলাপাড়ায়। অফ ফর্মের কারণে এবার টি-২০ বিশ্বকাপের দলেই তার জায়গা পড়ে গেছে অনিশ্চয়তার দোলাচলে। এ অবস্থায় কি হতে যাচ্ছে তার টি-২০ ক্যারিয়ার। 

মঙ্গলবার মিরপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেও ধেয়ে গেল মাহমুদউল্লাহর অবসর নিয়ে প্রশ্ন। 

প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘এই মুহুর্তে আমার জন্য বলা ভেরি ডিফিকাল্ট। কারণ হচ্ছে কি, টিম কম্বিনেশনের ওপরও অনেক কিছু নির্ভর করে। কম্বিনেশনে ওরা কি চিন্তা করছে সেটা নিয়ে যতক্ষণ আমাকে না বলছে তাহলে তো বুঝতে পারছি না।’

ক্রিকেটারদের অবসরের বিষয়ে তিনি বলেন, ‘যদি ওকে রিটায়ার্ড করতে হয় এবং আমরা যদি ওকে জায়গা না দিতে পারি তাহলে ওকে এই সুযোগ মিনিমাম রেসপেক্ট তো দেয়া উচিত। কারণ মাহমুদউল্লাহ রিয়াদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বহু ম্যাচ জিতিয়েছে আমাদের। ইভেন মুশফিকও। মুশফিক অবসর নিয়েছে, আমাদের তো খারাপ লাগে। শেষ দিন পর্যন্ত বলে যাচ্ছি, মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যান। একেকটা ফরম্যাটে একেক জনের জায়গা হয় না টিম কম্বিনেশনের কারণে সেটা ভিন্ন বিষয়।’

তিনি আরো বলেন,‘ভবিষ্যৎ চিন্তা করলে হয়তো আমি দুই বছর পর অনেককে পাবো না। টিম তৈরি করতে চাচ্ছে সেটাও ভিন্ন ইস্যু। তবে ডেফিনেটলি প্লেয়াররা নিজের নিজের ডিক্লেয়ার না করে যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা তাদেরকে রেসপেক্টফুললি বিদায় দেব। যেটা যে কোনো ফরম্যাটে। সেই সুযোগটা তারা যেন আমাদেরকে দেয়।

Provaati
    দৈনিক প্রভাতী