মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট মাঠে সাপ, ভারত-দ. আফ্রিকা খেলা বন্ধ!

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ২১ ০৯ ০১  

ক্রিকেট-মাঠে-সাপ-ভারত-দ-আফ্রিকা-খেলা-বন্ধ

ক্রিকেট-মাঠে-সাপ-ভারত-দ-আফ্রিকা-খেলা-বন্ধ

ভারত ও দ. আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হঠাৎ মাঠে সাপ প্রবেশ করায় সাময়িক সময়ের জন্য খেলা বন্ধ হয়ে যায়।  

রোববার গৌহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এমন ঘটনা ঘটে।

ক্রিকেট ম্যাচে সাধারণত মানুষ, কুকুর, পাখি কিংবা অন্য যে কোনো প্রাণী প্রবেশ করা পরিচিত দৃশ্য। কখনো কখনো অনাহুত দর্শকের প্রবেশে সাময়িক সময়ের জন্য খেলাও বন্ধ রাখা হয়। কিন্তু সাপ প্রবেশের ঘটনা এবারই প্রথম। 

খেলার সপ্তম ওভার শেষ মাত্র। আগে ব্যাট করতে নামা ভারত বিনা উইকেটে ৬৮ রান তোলে। এরইমধ্যে হঠাৎ মাঠে প্রবেশ করে সাপ। তাতে করে খেলা বন্ধ রাখা হয়। 

এখানে সাপের উপদ্রপ স্বাভাবিক ব্যাপার। কারণ, সাপ প্রবেশ করার পর পরই গ্রাউন্ড স্টাফরা সাপ ধরার যন্ত্রসহ মাঠে প্রবেশ করেন। 

তারা এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন তারা।

Provaati
    দৈনিক প্রভাতী