বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুমিল্লায় নারী-শিশুসহ ৩০ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২ ২০ ০৮ ০২  

কুমিল্লায়-নারী-শিশুসহ-৩০-রোহিঙ্গা-আটক

কুমিল্লায়-নারী-শিশুসহ-৩০-রোহিঙ্গা-আটক

কুমিল্লা বুড়িচংয়ে নারী-শিশুসহ ৩০ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেলে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে বুড়িচং উপজেলার জামতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খারেরা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবদুল খালেক।

তিনি জানান, বুধবার রাতে জামতলা এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ৩০ রোহিঙ্গাকে আটক করেন বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার সকালে তাদের বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, আটককৃতদের মধ্যে ছয়জন পুরুষ, আটজন নারী ও ১৬ জন শিশু রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।

Provaati
    দৈনিক প্রভাতী