সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাশ্মীরি ইলিশ

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ ১৩ ০১ ০১  

কাশ্মীরি-ইলিশ

কাশ্মীরি-ইলিশ

বাঙালির কাছে আদুরে মাছ ইলিশ। বিভিন্নভাবে ইলিশ রান্না করা হয়। ইলিশ ভাজা, ইলিশের ঝোল, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, ইলিশ পোলাও, ইলিশ কোর্মা, ইলিশ কাবাব, ইলিশের মাথা দিয়ে কচুশাক, মুগ ডাল দিয়ে মুড়িঘন্ট, নোনা ইলিশ—আরো কত কি। স্বাদে নতুনত্ব পেতে ঘরেই রান্না করুন কাশ্মীরি ইলিশ। জেনে নিন রেসিপি:

উপকরণ: ইলিশ মাছের টুকরা চার পিস, পোস্ত বাটা এক চামচ, কাঁচা মরিচ বাটা এক চামচ। পরিমাণ মতো- লবণ-চিনি,  জিরা গুঁড়া, হলুদ গুঁড়া এবং সরিষার তেল।

প্রণালী: একটি বড় কড়াইয়ে তেল গরম করুন। তারপর তেলের মধ্যে লবণ, হলুদ মাখানো ইলিশের টুকরো ভালো করে মেখে নিন। মেখে নেয়া মাছ তুলে নিয়ে সেই কড়াইয়েই মরিচ বাটা, জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিন। কিছুক্ষণ কষাতে থাকুন। কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে পরিমাণ মতো লবণ ও চিনি মিশিয়ে মাছটা ভালো করে ফুটতে দিন। সাত-আট মিনিট পর নামিয়ে নিন। চাইলে কাঁচা মরিচও দিতে পারেন। তৈরি আপনার কাশ্মীরি ইলিশ। 

Provaati
    দৈনিক প্রভাতী