বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কামিন্সের মতে অধিনায়কত্বের যে বিষয়টি বাস্তবসম্মত নয়

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০১  

কামিন্সের-মতে-অধিনায়কত্বের-যে-বিষয়টি-বাস্তবসম্মত-নয়

কামিন্সের-মতে-অধিনায়কত্বের-যে-বিষয়টি-বাস্তবসম্মত-নয়

বর্তমানে ক্রিকেটের তিন ফরম্যাটের অনেক দলই আলাদা আলাদা অধিনায়ক রাখছে। আবার কোনো দলে দেখা যায় একজনই তিন ফরম্যাটে অধিনায়কত্ব সামলাছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স মনে করেন, যেকোনো দলের জন্য সব ফরম্যাটে একজন অধিনায়ক নীতি বাস্তবসম্মত নয়। 

সম্প্রতি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছেন অ্যারন ফিঞ্চ। তার অবসরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়কের পদটা খালি হয়েছে।

এ কারণে কামিন্সের ওয়ানডে অধিনায়ক হওয়ার ভালো সুযোগ ও সম্ভাবনা রয়েছে। কিন্তু ব্যস্ত সূচির কারণে তিন ফরম্যাটে একজনই অধিনায়ক থাকার ব্যাপারটা বাস্তবসম্মত নয় বলে জানান কামিন্স।

চলতি সপ্তাহে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় বলেন ফিঞ্চ। তবে টি-২০ ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি।

এ অবস্থায় ওয়ানডে অধিনায়ক হিসেবে আলোচনায় আছেন কামিন্স, সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথসহ আরো অনেকে। অধিনায়ক হতে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছেন ডেভিড ওয়ার্নার।

গুঞ্জন আছে, টেস্টের মত ওয়ানডেতেও নেতৃত্ব পেতে পারেন কামিন্স। অধিনায়ক হিসেবে দলকে সাফল্যের বেড়াজালে মুড়িয়ে রেখেছেন তিনি। ঘরের মাঠে অ্যাশেজের পর অ্যাওয়ে সিরিজে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় আছে কামিন্সের। এছাড়া শ্রীলংকার মাটিতে জিততে না পারলেও দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে অজিরা।

আন্তর্জাতিক ব্যস্ত সূচি পরিকল্পনামাফিক পরিচালনা করা গেলে তবেই তিন ফরম্যাটে অধিনায়কত্ব সম্ভব। তিনি বলেন, ‘সব ফরম্যাটে ও প্রত্যেক ম্যাচে দায়িত্ব নিতে যাওয়া আমি বাস্তবসম্মত মনে করি না। বিশেষ করে একজন পেস বোলার হিসেবে আমি মনে করি বিশ্রাম নেয়ার সময় বের করা উচিত।’

তিনি আরো বলেন, ‘এটা এমন কিছু নয়, যা নিয়ে আমি সত্যিই ভাবছি। আমি টেস্ট দলের নেতৃত্ব নিয়েই দারুণ খুশি। এটি নিয়ে তাড়াহুড়ো করে তাদের কোনো সিদ্ধান্ত নেয়া উচিত- এমনটা আমি মনে করি না। তবে হ্যাঁ, আমি মনে করি এটি পরিচালনা করা সম্ভব।’

এরপর কামিন্স জানান, যদি কোন পেসার নেতৃত্ব পায়, তবে সহ-অধিনায়ককে বাড়তি দায়িত্ব নিতে হতে পারে। এছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নীতি রাখতে হবে।

তিনি বলেন, ‘যদি কোনো বোলার নেতৃত্ব পায় তাহলে অন্য ফরম্যাটে আপনি কোনটা আগে খেলবেন, সেটি নিয়েও ভাবতে হবে। এক্ষেত্রে একজন উইকেটরক্ষক বা একজন ব্যাটারকে। সহ-অধিনায়ক রাখা যেতে পারে’

কামিন্স যোগ করেন, ‘তবে আমরা যা দেখে বড় হয়েছি, তা অনেকটাই বদলে গেছে। অধিনায়করা আগে একভাবে দল পরিচালনা করতেন। তবে এখন সূচিতে খেলা অনেক বেড়ে গেছে। ব্যাপারগুলোকে এখন ভিন্নভাবে দেখতে হবে। সব নির্ভর করবে আপনার পরিকল্পনা সাজানোর ওপর।’

Provaati
    দৈনিক প্রভাতী