শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্মসূচি ডেকে কর্মী পাচ্ছে না নারায়ণগঞ্জ মহানগর বিএনপি

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০২  

কর্মসূচি-ডেকে-কর্মী-পাচ্ছে-না-নারায়ণগঞ্জ-মহানগর-বিএনপি

কর্মসূচি-ডেকে-কর্মী-পাচ্ছে-না-নারায়ণগঞ্জ-মহানগর-বিএনপি

কর্মসূচি ডেকে কর্মী পাচ্ছে না নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এমন কি জেলার নেতাদের ডেকেও লোক সমাগম করতে পারছে না দলের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এমন বিপর্যয় দেখে চরম হতাশ তৃণমূল নেতাকর্মীরা।

সম্প্রতি দলটির ডাকা কয়েকটি কর্মসূচিতে এমন চিত্র লক্ষ্য করা গেছে। 

জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে বিকেল ৩টা বাজলেও দলের নেতাদের দেখা পাওয়া যায়নি সেখানে। পুরো শহিদ মিনার ছিল ফাঁকা। পরে জেলার নেতাদের এনেও মহানগর বিএনপির নতুন কমিটির প্রথম কর্মসূচিতে শহিদ মিনার পূর্ণ করতে পারেনি নেতারা। এ নিয়ে নেতাদের ব্যর্থতাকে তুলে ধরছেন খোদ মহানগর বিএনপি। 

এর আগে ১৩ সেপ্টেম্বর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্র। কমিটি ঘোষণার পরেই শুরু হয় বিদ্রোহ।

এরই মধ্যে কমিটির ১৫ জন সিনিয়র নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন। অভিযোগ উঠেছে, কমিটিতে বাদ দেওয়া হয়েছে ত্যাগী নেতাকর্মীদের।

Provaati
    দৈনিক প্রভাতী