সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্ণফুলীতে জাহাজডুবি, ৫ জনের লাশ উদ্ধার

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০২  

কর্ণফুলীতে-জাহাজডুবি-৫-জনের-লাশ-উদ্ধার

কর্ণফুলীতে-জাহাজডুবি-৫-জনের-লাশ-উদ্ধার

সম্পর্কিত খবর কর্ণফুলীতে জাহাজডুবি, ক্যাপ্টেনসহ নিখোঁজ ৬ চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজডুবিতে নিখোঁজ সাতজনের মধ্যে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এসব উদ্ধার করা হয়।

উদ্ধার পাঁচ লাশের মধ্যে চারটি হলো- জাহাজটির ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও ডক কর্মচারী রহমত আলীর। এছাড়া অপর একটি ফিশিং মাস্টার জহিরুল ইসলামের বলে দাবি করছে পরিবার। তবে পুলিশের পক্ষ থেকে লাশটির পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।

সদরঘাট নৌ থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, বুধবার রাত ৩টার দিকে পতেঙ্গা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কর্ণফুলী ব্রিজের নিচ থেকে আরো চারজনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজ আরো দুজনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার ইছানগর সি রিসোর্স জেটি এলাকায় বয়ার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় ফিশিং জাহাজ এফভি মাগফেরাত। ঘটনার পরপর কয়েকজনকে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন সাতজন।

এদিকে, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাহাজটির নিবন্ধনকারী সংস্থা নৌ-বাণিজ্য অফিস। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী