বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

করতোয়ায় নৌকাডুবি: ষষ্ঠ দিনেও চলছে উদ্ধার অভিযান

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১১ ১১ ০২  

করতোয়ায়-নৌকাডুবি-ষষ্ঠ-দিনেও-চলছে-উদ্ধার-অভিযান

করতোয়ায়-নৌকাডুবি-ষষ্ঠ-দিনেও-চলছে-উদ্ধার-অভিযান

সম্পর্কিত খবর করতোয়ায় নৌকাডুবি: ৪ দিন পর মিলল নিখোঁজ হিমালয়ের লাশ পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ষষ্ঠ দিনের মতো নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করেছেন ডুবুরিরা। এ ঘটনায় এখনো তিনজন নিখোঁজে রয়েছেন।

শুক্রবার সকাল ৬টা থেকে মাড়েয়া আউলিয়া ঘাটের বিভিন্ন এলাকায়, দেবিগঞ্জ, দিনাজপুরের খানসামা এলাকায় এ অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরিদল।

নিখোঁজ তিনজন হলেন- বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের খগেন্দ্রনাথের ছেলে সুরেন, পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ারপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথের মেয়ে জয়া রানী ও দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর হাতিডুবা গ্রামের মদন চন্দ্রের ছেলে ভুপেন ওরফে পানিয়া।

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শেখ মাহাবুবুল আলম জানান, নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো এক শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে ষষ্ঠ দিনের উদ্ধার অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি ও উদ্ধার কর্মীরা।

২৫ সেপ্টেম্বর করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বোদা উপজেলার ৪৬ জন, দেবীগঞ্জ উপজেলার ১৭ জন, আটোয়ারী উপজেলার দুজন, পঞ্চগড় সদর উপজেলায় একজন ও ঠাকুরগাঁও সদর উপজেলার তিনজন রয়েছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ৩০ জন নারী ও ২১ জন শিশু।

Provaati
    দৈনিক প্রভাতী