রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কথা বলছেন আবু হেনা রনি, জানিয়েছেন কৃতজ্ঞতা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১৫ ০৩ ০১  

কথা-বলছেন-আবু-হেনা-রনি-জানিয়েছেন-কৃতজ্ঞতা

কথা-বলছেন-আবু-হেনা-রনি-জানিয়েছেন-কৃতজ্ঞতা

মীরাক্কেল খ্যাত অভিনেতা আবু হেনা রনি এখন অনেকটাই সুস্থ। কথা বলতে পারছেন তিনি। সুস্থ হওয়ার জন্য প্রথমে সৃষ্টিকর্তা প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এরপর যারা তাকে মনে রেখেছেন এবং দোয়া করেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন।

আবু হেনা রনি বলেন, প্রথমে আমি চাচ্ছিলাম না আমার অগ্নিদগ্ধের খবরটা ছড়িয়ে পড়ুক। মনে হচ্ছিল দুদিন পরই সুস্থ হবো। প্রোগ্রামের বিষয়েও কিছু জানা ছিল না। স্বাভাবিকভাবে আমাদের কোনো প্রোগ্রাম থাকলে তা যদি কারো জন্য নষ্ট হয় তাতে সবার মন খারাপ হয়। এ কারণেই আমি চাইনি আমার বিষয়টি কোনো আর্টিস্ট বা ওখানকার (অনুষ্ঠানস্থল) কেউ জানুক।

গত ১৬ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্যাস বেলুন বিস্ফোরণে রনিসহ পাঁচজন দগ্ধ হন।

রনি বলেন, এক সময় দেখি অগ্নিদগ্ধের খবর ছড়িয়ে পড়েছে। আমাকে যারা ভালোবাসেন সবাই হাসপাতালের গেটে হাজির হয়েছেন। বাড়ি থেকেও ফোন, কান্নাকাটি, সবাই আমার পরিস্থিতিও বুঝে যায়। ঐ রাতে আমি আইসিইউতে ছিলাম। পরের দিন দেখি, আমার খবর জানে না এমন কেউ নেই।

এই অভিনেতার অগ্নিদগ্ধের খবর প্রকাশের পর এপার-ওপার দুই বাংলাতেই শোকের ছায়া নামে। ইন্ডাস্ট্রির তারকা ও শুভাকাঙ্ক্ষীরা খোঁজ-খবর নিতে থাকেন প্রিয় তারকার।

তিনি বলেন, আমার অভিভাবকরা বলছিলেন- এমন মানুষ আমার খোঁজ-খবর নিয়েছেন যাদের আমরা আইডল মনে করি। এর বাইরে সাধারণ মানুষ তো রয়েছেই। তৃপ্তির জায়গা এখানে যে, এত মানুষ ভালোবাসে আমাকে। সবাই আমাকে মনে রেখেছে, কেউ ভোলেনি। আমার জন্য সবাই দোয়া করেছে, নামাজ পড়েছে। এসব আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এসব ভোলার মতো না।

২০১১ সালে ওপার বাংলার জনপ্রিয় ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’ অনুষ্ঠানের ৬ষ্ঠ সিজনে দর্শক ও বিচারকদের মাতিয়ে বিজীয় হন আবু হেনা রনি। হাসি-আনন্দের মাধ্যমেই তারকা থেকে দর্শক সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

Provaati
    দৈনিক প্রভাতী