বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

কক্সবাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পর্যটক আহত

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০২  

কক্সবাজারে-ছিনতাইকারীদের-ছুরিকাঘাতে-দুই-পর্যটক-আহত

কক্সবাজারে-ছিনতাইকারীদের-ছুরিকাঘাতে-দুই-পর্যটক-আহত

কক্সবাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পর্যটক আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজার সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

আহত পর্যটকরা হলেন- কুমিল্লার তিতাস থানার গোপালপুরের সামশুল হকের ছেলে মেহেদী হাসান ও মোশাররফের ছেলে মো. শাকিল। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

শুক্রবার ভোরে চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছান তারা। গাড়ি থেকে নেমে সি-গার্ল পয়েন্ট থেকে সমুদ্র সৈকতে নামেন ৷ এ সময় ৫-৬ জন ছিনতাইকারী এসে তাদের গতিরোধ করে। পরে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার পর ধারালো ছুরি দিয়ে মেহেদী হাসানকে আঘাত করতে থাকে তারা। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে শাকিলকেও ছুরিকাঘাত করা হয়। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয়রা।

আহত শাকিল জানান, টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েও শেষ নয়। মেহেদীকে ছুরি দিয়ে বুকের ডান পাশে পিঠে এবং হাতে ছুরিকাঘাত করা হয়। এতে হাত ছিদ্র হয়ে যায়। বুকের ডান পাশের পিঠের অংশ থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।

ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান বলেন, সকালে আহত পর্যটকদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

Provaati
    দৈনিক প্রভাতী