মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে পালানো সেই শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ১৪ ০২ ০১  

এসএসসি-পরীক্ষার্থীকে-নিয়ে-পালানো-সেই-শিক্ষক-গ্রেফতার

এসএসসি-পরীক্ষার্থীকে-নিয়ে-পালানো-সেই-শিক্ষক-গ্রেফতার

সম্পর্কিত খবর কালকিনিতে শিক্ষার্থী ধর্ষণ মামলায় কলেজছাত্র গ্রেফতার নাটোরের গুরুদাসপুরের এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি সেই প্রধানশিক্ষক ফিরোজ আহম্মেদকে গ্রেফতার করেছে র‌্যাব। 

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈড় থানার হর-তকীতলা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। ফিরোজ আহম্মেদ উপজেলার নাজিরপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

বুধবার সকাল ১০টার দিকে এক প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন। 

তিনি বলেন, ১ অক্টোবর সকাল ১০টার দিকে ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থী ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে যান। পরীক্ষা শেষে বিদ্যালয়ের মূল গেটের সামনে দাঁড়িয়ে থাকা ওই পরীক্ষার্থীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই প্রধানশিক্ষক মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যান। ওইদিন রাত ১১টার দিকে ভুক্তভোগীর মা ফিরোজ আহমেদসহ দুইজনকে আসামি করে গুরুদাসপুর থানায় মামলা করেন।

পরে রাজশাহীর এক বাসায় আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ওই পরীক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করা হলেও পালিয়ে যান অভিযুক্ত সেই শিক্ষক। এ ঘটনায় পর তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব গাজীপুরের কালিয়াকৈড় থানার হর-তকীতলা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্তার কথা স্বীকার করেছেন ওই শিক্ষক। পরে তাকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

এদিকে, এ ঘটনায় মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেই প্রধানশিক্ষক ফিরোজ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়।

Provaati
    দৈনিক প্রভাতী