রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এশিয়া কাপ ফাইনালে মাত্র ৬৫ রানে থামল শ্রীলংকা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১৫ ০৩ ০২  

এশিয়া-কাপ-ফাইনালে-মাত্র-৬৫-রানে-থামল-শ্রীলংকা

এশিয়া-কাপ-ফাইনালে-মাত্র-৬৫-রানে-থামল-শ্রীলংকা

নারী এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও ভারত। বেশ সহজেই শিরোপা জয়ের সুবাস পাচ্ছে টিম ইন্ডিয়া। লংকানদের যে মাত্র ৬৫ রানেই বেঁধে ফেলেছে তারা!

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকা অধিনায়ক চামারি আতাপাত্তু। তার সিদ্ধান্ত ভুল প্রমাণেই যেন নামেন দলের ব্যাটাররা।

শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধনে নামা আতাপাত্তু ও আনুশকা সঞ্জীবনী দুজনেই রান আউট হন। এর আগে তারা করেন যথাক্রমে ৬ ও ২ রান। এরপর নামা হার্শিথা সামারাবিক্রমা, নীলাক্ষ্মী ডি সিলভা, কাভিশা দিলহারি কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

মাঝে হাসিনি পেরেরা তো রানের খাতা খোলার আগেই আউট হন। ইনিংসে দলের প্রথম ব্যাটার হিসেবে দুই অংকের ঘরে রান করেছেন ওশাদি রানাসিংয়ে। তিনি করেন ১৩ রান।

১৮ রানে ছয় উইকেট হারানো শ্রীলংকার নবম উইকেটের পতন হয় ৪৩ রানে। এরপর শেষ উইকেটে অবিচ্ছিন্ন ও অতিগুরুত্বপূর্ণ ২২ রান যোগ করেন ইনোকা রনবীরা ও আচিনি কুলাসুরিয়া।

দুজনের মাঝে দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন ইনোকা। এছাড়া আচিনি ৯ রানে অপরাজিত ছিলেন। তাদের ব্যাটে ভর করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৫ রানে থামে শ্রীলংকার ইনিংস।

ভারতের হয়ে একাই ৩ উইকেট নেন রেনুকা সিং। এছাড়া রাজেশ্বরী গায়কোয়াড় ও স্নেহ রানা দুটি করে উইকেট শিকার করেন। 

Provaati
    দৈনিক প্রভাতী