বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবারের ট্রান্সফার উইন্ডোতে ফুটবল এজেন্টদের আয় প্রায় ৪৩১ মিলিয়ন পাউন্ড

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০১  

এবারের-ট্রান্সফার-উইন্ডোতে-ফুটবল-এজেন্টদের-আয়-প্রায়-৪৩১-মিলিয়ন-পাউন্ড

এবারের-ট্রান্সফার-উইন্ডোতে-ফুটবল-এজেন্টদের-আয়-প্রায়-৪৩১-মিলিয়ন-পাউন্ড

এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ফুটবল এজেন্টরা সব মিলিয়ে ৪৩০.৮ মিলিয়ন পাউন্ড আয় করেছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

পুরো গ্রীষ্ম জুড়ে আন্তর্জাতিক ট্রান্সফার কার্যক্রম পর্যবেক্ষণ করে ফিফা এই তথ্য প্রকাশ করেছে। ফিফার সমীক্ষায় দেখা গেছে, পুরুষ খেলোয়াড়দের পুরো ট্রান্সফারের প্রায় ১০ শতাংশ গেছে এজেন্টদের পকেটে। 

এ বছর সারা বিশ্বজুড়ে সর্বোচ্চ সংখ্যক পুরুষ ও নারী ফুটবলার দলবদলে অংশ নিয়েছে। গত ১০ বছরে গ্রীষ্মকালীন এই ট্রান্সফার উইন্ডোর এজেন্ট সার্ভিস ফি ৬.১ শতাংশ থেকে ৯.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ বছর পুরুষ ট্রান্সফার উইন্ডোর মূল্য ৫ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল, যা আগের বছরের তুলনায় ২৯.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বেশীরভাগ ট্রান্সফারই সম্পন্ন হয়েছে ইংলিশ ফুটবলে। প্রিমিয়ার লিগে রেকর্ড ১.৯ বিলিয়ন পাউন্ড ব্যয় করা হয়েছে দলবদলের বাজারে।

ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে ম্যানচেস্টার ইউনাইটেড ৮১.৩ মিলিয়ন পাউন্ডে ব্রাজিলিয়ান স্ট্রাইকার এন্টনিকে দলভূক্ত করেছে। যা এবারের বাজারে সর্বোচ্চ।

এদিকে নারী ফুটবলেও রেকর্ড ৬৮৪টি আন্তর্জাতিক ট্রান্সফার হয়েছে। যা গত বছরের তুলনায় ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

Provaati
    দৈনিক প্রভাতী