শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার রিয়াল মাদ্রিদ ছাড়ছেন অ্যাসেনসিও

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২ ১৮ ০৬ ০১  

এবার-রিয়াল-মাদ্রিদ-ছাড়ছেন-অ্যাসেনসিও

এবার-রিয়াল-মাদ্রিদ-ছাড়ছেন-অ্যাসেনসিও

শাখাওয়াৎ হোসেন লিটন শাখাওয়াৎ হোসেন লিটন

রিয়াল মাদ্রিদে নিজের সেরাটা দিতে পারছেন না অ্যাসেনসিও। তার ওপর ফরোয়ার্ড লাইনে ভিনিসিয়াস, করিম বেনজেমা ও রদ্রিগোদের মতো ফর্মের তুঙ্গে থাকা তারকাদের উপস্থিতি। এমন অবস্থায় অ্যাসেনসিও রিয়াল মাদ্রিদ ছাড়তে চলেছেন। রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ আগামী বছর পর্যন্ত থাকলেও নতুন ঠিকানা খুঁজছেন তিনি। এমনটাই জানালেন রিয়াল কোচ।

গত কয়েক মৌসুম ধরেই রিয়ালের মূল একাদশে তেমন জায়গা মিলছে না অ্যাসেনসিওর। ক্লাব ছাড়তে ছাড়ার কারণ হতে পারে এটাও। রিয়ালও তার জন্য নতুন ঠিকানা খুঁজতে শুরু করেছে। অন্তত কার্লো আনচেলত্তির কথা মেনে নিলে এটা বলাই যায়। 

অ্যাসেনসিওর ক্লাব ছাড়তে চাওয়ার সম্পর্কে আনচেলত্তি বলেন, ‘মার্কো অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছে।’

মায়োর্কা দিয়ে ক্যারিয়ার শুরু করা অ্যাসেনসিও রিয়াল মাদ্রিদে আসেন ২০১৬ সালে। সেই থেকে সাদা জার্সিধারীদের হয়ে এখন পর্যন্ত ২৩৬টি ম্যাচ খেলেন তিনি। 

এ পর্যন্ত ৪৯ গোলের পাশাপাশি করেছেন ২৪টি অ্যাসিস্ট। গত মৌসুমে ৩১টি ম্যাচ খেললেও তিনি মোট সময় পেয়েছেন ২ হাজার ১১০ মিনিট।

এদিকে, গত ১৯ আগস্ট রিয়াল ছেড়েছেন দলটির দীর্ঘদিনের ভরসার পাত্র ক্যাসেমিরো। ৭০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান এ মিডফিল্ডার। ক্যাসেমিরোকে চার বছরের চুক্তিতে দলে নিয়েছে ইউনাইটেড। 

Provaati
    দৈনিক প্রভাতী