সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

এএফসি অ-১৭ বাছাইপর্বে বাংলাদেশের কাছে ২-১ গোলে হারলো সিঙ্গাপুর

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ২২ ১০ ০১  

এএফসি-অ-১৭-বাছাইপর্বে-বাংলাদেশের-কাছে-২-১-গোলে-হারলো-সিঙ্গাপুর

এএফসি-অ-১৭-বাছাইপর্বে-বাংলাদেশের-কাছে-২-১-গোলে-হারলো-সিঙ্গাপুর

এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের প্রথম খেলায় জয় পায় বাংলাদেশ। ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়েছে যুবারা। 

বুধবার রাতে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে জয় পায় বাংলাদেশের কিশোররা। 

নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র থাকলে খেলা গড়ায় ইনজুরি সময়ে। যে কোনো সময় বাজবে রেফারির শেষ বাঁশি। সেই সময় বাংলাদেশ পায় আত্মঘাতী গোল। আর তাতেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম গোলটিও হয় আত্মঘাতী।

ম্যাচের ১০ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ। নাজিম উদ্দিন বাঁ প্রান্ত দিয়ে উড়ন্ত ক্রস করেন সতীর্থ মিরাজুলের উদ্দেশে। সেই বল বিপদমুক্ত করতে গিয়ে হেড করে নিজেদের জালেই জড়িয়ে হতাশায় ভেঙ্গে পড়েন সিঙ্গাপুরের ডিফেন্ডার ব্রাইডেন গোহ। ফলে বাংলাদেশ এগিয়ে যায় ১-০ গোলে।

এর মিনিট সতের পর সমতায় ফেরে সিঙ্গাপুর। সতীর্থের কাছ থেকে বল পেয়ে স্বাগতিকদের বক্সের মাথা থেকে মুহাম্মদ সাইয়াজয়ান ডান পায়ের উড়ন্ত শট নেন। কিন্তু ঝাঁপিয়ে পড়েও তা রুখতে পারেননি স্বাগতিক গোলকিপার সোহানুর রহমান 

তবে নির্ধারিত ৯০ মিনিট পার হলে যোগ হয় এর সঙ্গে যোগ হয় অতিরিক্ত আট মিনিট। সেই আট মিনিটের অন্তিম সময়ে বাঁ প্রান্ত দিয়ে লম্বা থ্রো করেন মো. রাতুল। উড়ে আসা বলে ব্যাক হেড করেন সিঙ্গাপুরের ডিফেন্ডার। বল উড়ে গিয়ে পোস্টের কাছে পড়ছিল।

সেই বল সিঙ্গাপুরের গোলকিপার আইসাক লি গ্রিপে নিতে গিয়ে ব্যর্থ হন। তার হাত ফসকে বল গোললাইন গড়িয়ে জালে প্রবেশ করে। আর তাতেই উল্লাসে মেতে উঠেন গ্যালারিতে উপস্থিত আড়াই হাজার দর্শক।

এই জয়ে মূলপর্বে যাওয়ার পথে এগিয়ে থাকলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ ভুটান ও ইয়েমেন।

Provaati
    দৈনিক প্রভাতী