বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদ স্পেশাল রেসিপি: বোরহানি

প্রকাশিত: ১০ জুলাই ২০২২ ১২ ১২ ০১  

ঈদ-স্পেশাল-রেসিপি-বোরহানি

ঈদ-স্পেশাল-রেসিপি-বোরহানি

কোরবানির ঈদে সবার পাতেই মাংস থাকে। এর সঙ্গে যদি বোরহানি থাকে, তাহলে কেমন হয়? চাইলে নিজেও বানিয়ে নিতে পারেন-

উপকরণ

মিষ্টি দই- ২ কাপ, টক দই - ২ কেজি, কাচা মরিচ কাটা - ২ চা চামচ, পুদিনা পাতা বাটা - ২ চা চামচ, সরিষা বাটা - ২ চা চামচ, বিট লবন - ২ চা চামচ, পানি পরিমাণমতো (পাতলা বা ঘন যেমনটি করতে চাইবেন), চিনি - ২ টেবিল চামচ, লবন - ২ চা চামচ, সাদা গোল মরিচের গুঁডা - ২ চা চামচ।

প্রস্তুত প্রণালী

কাচা মরিচ, পুদিনা পাতা, একসাথে বেটে নিন। বিট লবণ পাটায় গুঁডা করে করে নিন। উপকরণগুলো একসঙ্গে অল্প পানি দিয়ে গুলে দই-এর মধ্য দিন। এবার মিষ্টি দই, টক দইসহ সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করুন।

বরফ কুচি ও পুদিনা পাতা দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।  

Provaati
    দৈনিক প্রভাতী