বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউপি সচিবের অফিসে ভাঙচুর করলেন যুবদল নেতা

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ১১ ১১ ০২  

ইউপি-সচিবের-অফিসে-ভাঙচুর-করলেন-যুবদল-নেতা

ইউপি-সচিবের-অফিসে-ভাঙচুর-করলেন-যুবদল-নেতা

যশোরের অভয়নগরে ইউপি সচিবের অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। রোববার সকালে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার।

অভিযুক্তের নাম মুন্না বিশ্বাস। ৩৪ বছর বয়সী মুন্না অভয়নগরের সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামের মোশারফ বিশ্বাসের ছেলে। তিনি অভয়নগর থানা যুবদলের সদ্য স্থগিত হওয়া আহ্বায়ক কমিটির সদস্য।

সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের সচিব তুষার কান্তি দা বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে জন্মনিবন্ধন সংশোধন করতে আমার অফিসে আসেন মুন্না। একপর্যায়ে জন্মনিবন্ধন কেন জটিলতা হচ্ছে- এ নিয়ে আমার ওপর ক্ষিপ্ত হন তিনি। পরে অফিসের টেবিল ভাঙচুর করেন। টেবিলে থাকা কাচের গ্লাস ভাঙচুর করার পর আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Provaati
    দৈনিক প্রভাতী