বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আহত মুশফিক, পায়ে ছয় সেলাই

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৩ ০১ ০২  

আহত-মুশফিক-পায়ে-ছয়-সেলাই

আহত-মুশফিক-পায়ে-ছয়-সেলাই

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম আহত হয়েছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমনেসিয়ামে ফিটনেসের কাজ করার সময় বাঁ-পায়ে আঘাত পেয়েছেন তিনি।

জানা গেছে, আঘাতের ফলে কেটে যাওয়া জায়গায় ৬টি সেলাই করতে হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মুশফিকের এই সেলাই খুলতে ৭-৮ দিনের বেশি সময় লাগতে পারে। সেক্ষেত্রে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাবেক অধিনায়ককে।

খারাপ সময় যেন কিছুতেই মুশফিকের পিছু ছাড়ছে না। কিছুদিন আগেই তীব্র সমালোচনার মুখে টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। সে সময় বলেছিলেন, আগামী দিনে শুধু টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে মনোযোগ দিতে চান।

জাতীয় দল যখন টি-২০ বিশ্বকাপ ঘিরে ব্যস্ত সময় পার করছে, ঠিক সে সময় ফিটনেস নিয়ে কাজ করছিলেন মুশফিক। কিন্তু চোটের কারণে অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হলো তাকে। তবে স্বস্তির খবর, জাতীয় দলের এ ক্রিকেটারের আঘাত গুরুতর নয়।

আগামী নভেম্বরের আগ পর্যন্ত জাতীয় দলের ব্যস্ততা টি-২০ ঘিরে। আসছে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টি-২০ সিরিজ এবং নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। 

এদিকে, আগামী নভেম্বরে টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত। মুশফিক মূলত সে সিরিজকে টার্গেট করেই ফিটনেস ঝালিয়ে নিচ্ছিলেন। তবে চোটে পড়লেও সেরে ওঠার জন্য হাতে যথেষ্ট সময় পাচ্ছেন তিনি।

Provaati
    দৈনিক প্রভাতী