শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আর্জেন্টিনার সব ম্যাচের টিকিট শেষ!

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২ ১৫ ০৩ ০১  

আর্জেন্টিনার-সব-ম্যাচের-টিকিট-শেষ

আর্জেন্টিনার-সব-ম্যাচের-টিকিট-শেষ

আগামী ২০ নভেম্বর মাঠে গড়াচ্ছে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ । এবার আর্জেন্টিনা হট ফেভারিট হয়েই মাঠে নামবে। এরই মধ্যে এর ছাপও পড়েছে কাতার বিশ্বকাপের টিকিটের চাহিদাতে। এবারের বিশ্বকাপের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি আলবিসেলেস্তেদের দুই ম্যাচের, জানালেন প্রধান আয়োজক।

কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির এই কর্মকর্তা জানান বছরের শুরুতে অনলাইন বিক্রি যখন শুরু হয়, তখনই আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছিল।

আগামী ২৬ নভেম্বর আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। সেদিন মেসিদের প্রতিপক্ষ মেক্সিকো। সেই ম্যাচ নিয়ে টিকিট প্রত্যাশীদের চাহিদাও সবচেয়ে বেশি। 

এরপর সবচেয়ে বেশি চাহিদাটাও আর্জেন্টিনার একটা ম্যাচ নিয়েই। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবেন মেসিরা। 

সেই ম্যাচের টিকিটের চাহিদা আছে দ্বিতীয় সর্বোচ্চ, জানিয়েছেন কাতার আয়োজক কমিটির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা নাসের আল খাতের।

দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে ৮০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন আল লুসাইল স্টেডিয়ামে। এই মাঠেই ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। 

ফিফা চলতি মাসে জানিয়েছে, বিশ্বকাপের ২৪ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে এরমধ্যেই। আল খাতেরের আশা, মরুর দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ দারুণ একটা উৎসবে পরিণত হবে।

বিশ্বকাপের জন্য টিকিট বিক্রি হবে ৩২ লাখ। যার প্রায় ১০ লাখ টিকিট যাচ্ছে পৃষ্ঠপোষক ও ফিফা পার্টনারদের কাছে।

টিকিট বিক্রির চাহিদায় শীর্ষ দশ দেশের বাকি দেশগুলো হলো, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, ব্রাজিল আর জার্মানি।

Provaati
    দৈনিক প্রভাতী