মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমিরাতের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি টাইগারদের

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৭ ০৫ ০১  

আমিরাতের-বিপক্ষে-প্রথম-সিরিজ-জয়ের-হাতছানি-টাইগারদের

আমিরাতের-বিপক্ষে-প্রথম-সিরিজ-জয়ের-হাতছানি-টাইগারদের

দুই টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দুর্বল আমিরাতের বিপক্ষে শেষ ওভারের নাটকীয়তায় হারতে হারতে জয় পায় বাংলাদেশ। আজ সন্ধ্যায় আবার আমিরাতের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি নিয়ে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে টাইগাররা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত আটটায় আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।  গাজী টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

এর আগে কখনও আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেনি বাংলাদেশে। এবারই প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ-আরব আমিরাত। ২০১৬ সালে একবার দেখা হয়েছিল এশিয়া কাপে। 

প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশে। এবার দ্বিতীয় ম্যাচ জিতলে প্রথমবারের মতো দেশটির বিপক্ষে সিরিজ জেতার স্বাদ পাবে নুরুল হাসান সোহানের দল।

বাংলাদেশ ফেভারিট হিসেবে তাদের প্রথম ম্যাচ শুরু করলেও জয়টা সহজে পায়নি। শেষ ওভারে ৭ রানে জেতে তারা। ব্যাটিংয়ের সঙ্গে খারাপ ফিল্ডিং, ছিল ক্যাচ মিসের মহড়া। 

ডেথ ওভারে মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামদের দারুণ বোলিংয়ে কোনোমতে রক্ষা পায় বাংলাদেশ। আজকের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ জয় দিয়ে সিরিজ নিজের করে নিতে চাইবেন সোহানরা। 

Provaati
    দৈনিক প্রভাতী