বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমি কোনো দুর্নীতি করিনি: মিমি

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০১  

আমি-কোনো-দুর্নীতি-করিনি-মিমি

আমি-কোনো-দুর্নীতি-করিনি-মিমি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি তৃণমূলের রাজনীতিতে নাম লেখিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের যাদবপুর আসনের নির্বাচিত সংসদ সদস্য এই অভিনেত্রী। সম্প্রতি তৃণমূলের কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছে তৃণমূল।

দুর্নীতির এসব ঘটনা দলের উপর কতটা প্রভাব ফেলছে? বাকিদের ভাবমূর্তিও কি খারাপ হচ্ছে? একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে এসব প্রশ্নের মুখে পড়েন মিমি চক্রবর্তী। জবাবে এই অভিনেত্রী বলেন—‘আমি কোনো দুর্নীতি করিনি, আমার গায়ে কোনো দাগ লাগবে না। সরাসরি তো নয়ই পরোক্ষভাবেও কোনো দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

এ সময় সঞ্চালক প্রশ্ন করেন, ভবিষ্যতে বিজেপি বা তৃণমূল কংগ্রেসের বিরোধী কোনো রাজনৈতিক দলে আপনাকে দেখা যাবে কি না? উত্তরে মিমি বলেন, ‘এই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে দেশের নানা প্রান্তে বিজেপির নেতাদের বিরুদ্ধে নানা প্রশ্ন উঠেছে; সেগুলোর জবাব আগে পাওয়া দরকার। তারপর এসব প্রশ্নের উত্তর দেওয়া যাবে।’

চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীরা রাজনীতিতে আসলে, তাদের গ্ল্যামার বা জনপ্রিয়তা দেখে কী অন্য রাজনীতিবিদরা হিংসা করেন? জবাবে মিমি চক্রবর্তী বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই। এ ক্ষেত্রে একটা গ্রহণযোগ্যতার প্রশ্ন তো থাকেই। তবে নিজের জায়গাটা নিজেকেই তৈরি করে নিতে হয়। যখন রাজনীতিতে আসি তখন হয়তো অনেক কিছুই জানতাম না। কিন্তু আমি অন্যদের থেকে শিখেছি। আর সে কারণেই আজকের এই গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।’

Provaati
    দৈনিক প্রভাতী