বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আম শুধু খায় না, ত্বকেও মাখে

প্রকাশিত: ১৭ জুলাই ২০২২ ১২ ১২ ০১  

আম-শুধু-খায়-না-ত্বকেও-মাখে

আম-শুধু-খায়-না-ত্বকেও-মাখে

পাকা আমের ক্বাথ ত্বকের যত্নে দারুণ কাজ দেয়। বিশ মিনিটের কম সময়ে আমের ক্বাথ দিযে মুখের ফেসিয়াল করে নেয়া যায়। ত্বক বুঝে বানাতে হয় আমের প্যাক।


স্বাভাবিক ত্বকের জন্য এক টেবিল চামচ মসুর ডালের গুঁড়ার সঙ্গে এক টেবিল চামচ আমের ক্বাথ ও এক টেবিল চামচ গোলাপের পাপড়ি মিশিয়ে ভালো করে বেটে নিতে হবে। মুখের ত্বকে এই প্যাক ২০ মিনিট লাগালেই যথেষ্ট। এছাড়া হাতের পরিষ্কারক হিসেবেও আম বেশ কাজে দেয়। একটা আস্ত আমের সঙ্গে আধা কাপ চিনি ও একটা আস্ত লেবুর রস মিশিয়ে স্ক্র্যাবার হিসেবে হাতের ত্বকে ব্যবহার করতে পারেন।

তবে শুষ্ক ত্বকের ক্ষেত্রে এই নিয়ম খাটে না। শুষ্ক ত্বকের জন্য দরকার এক টেবিল চামচ আমের ক্বাথের সঙ্গে দুই চা–চামচ বেসন এবং কয়েক ফোঁটা মধু। এগুলো মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে। এরপর ভালো করে পানিতে ধুয়ে মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করলেই। ভালো ফলাফল পাবেন।


তবে, আমের যেকোনো প্যাকেই ত্বকে ২০ মিনিটের বেশি রাখবেন না।

Provaati
    দৈনিক প্রভাতী