রোববার   ২৪ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আম পাতায় পাকা চুল কালো হয়

প্রকাশিত: ১১ আগস্ট ২০২২ ১৭ ০৫ ০১  

আম-পাতায়-পাকা-চুল-কালো-হয়

আম-পাতায়-পাকা-চুল-কালো-হয়

চুলে রং করার কোনো প্রয়োজন নেই বরং, আম পাতার ব্যবহার করতে পারেন। আম পাতাকে সঠিকভাবে ব্যবহার করলেই চুল কালো করা সম্ভব।

আপনি হেয়ারপ্যাক বানাতে পারেন এই আম পাতার সাহায্যে। এর জন্যনিশ্চয়ই আপনার অনেক বেশি টাকাও খরচ হবে না। বরং আপনি খুব সহজেই এই আম পাতা নিয়ে আসতে পারেন। এবং তার সাহায্যেই চুলের কালো রং ফিরিয়ে আনতে পারেন প্রাকৃতিক উপায়ে।

কী উপায়ে আম পাতা ব্যবহার করবেন: চুলের দৈর্ঘ্য ও ঘনত্ব অনুযায়ী আম পাতা বেছে নিন। কয়েকটি আম পাতা ভালো করে ধুয়ে নিতে হবে। ব্যবহার করার আগে তা ভালো করে পরিষ্কার করে নেয়া প্রয়োজন। এরপর আম পাতার সঙ্গে সামান্য পানি মিলিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবেন।এরপর সেই পেস্ট ভালো করে চুলে লাগিয়ে নেবেন। চুলের গোড়ায় ও স্ক্যাল্পে লাগিয়ে  ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর চুল ধুয়ে ফেলুন। 

শ্যাম্পু করতে ভুলবেন না।

Provaati
    দৈনিক প্রভাতী