শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘আপনার অদৃশ্য স্নেহ আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে’

প্রকাশিত: ২১ আগস্ট ২০২২ ১৭ ০৫ ০২  

আপনার-অদৃশ্য-স্নেহ-আমাকে-এগিয়ে-যেতে-সাহায্য-করছে

আপনার-অদৃশ্য-স্নেহ-আমাকে-এগিয়ে-যেতে-সাহায্য-করছে

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের আজকের এ দিনে (২১ আগস্ট) ঢাকাই সিনেমার কালজয়ী এ অভিনেতা মৃত্যুবরণ করেন।

রাজ্জাক ছিলেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবার অভিভাবক। সবাইকে আগলে রাখতেন স্নেহ-শাসনে। তাই প্রত্যেকেই তাকে অসামান্য শ্রদ্ধা করেন, ভালোবাসেন। প্রয়াত কিংবদন্তি এই অভিনেতার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন ঢালিউডের কিং খান শাকিব খান।

রাজ্জাকের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করে তিনি লেখেন, ‘চোখের সামনে না থাকলেও আপনার অদৃশ্য স্নেহ সবসময়ই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে!’

নায়করাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে শাকিব আরও লেখেন, ‘যতোদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে ততোদিনই নায়করাজ রাজ্জাক আমাদের সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন। আপনার আত্মার শান্তি কামনা করি। শান্তিতে থাকুন আমাদের নায়করাজ।’ 

রাজ্জাকের সঙ্গে বেশকিছু সিনেমায় কাজ করার সুযোগ হয়েছিল শাকিব খানের। এর মধ্যে ‘পিতার আসন’, ‘কোটি টাকার কাবিন’, ‘১ টাকার কাবিন’,‘তোমাকে বউ বানাবো’, ‘চাচ্চু আমার চাচ্চু’ ইত্যাদি।

দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে ২০১৭ সালের ২১ আগস্ট না ফেরার দেশে চলে যান নায়করাজ রাজ্জাক। তাকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি ঢালিউড।

Provaati
    দৈনিক প্রভাতী