সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আজ আইভী রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২ ০২ ০২ ০১  

আজ-আইভী-রহমানের-১৮তম-মৃত্যুবার্ষিকী

আজ-আইভী-রহমানের-১৮তম-মৃত্যুবার্ষিকী

আজ (২৪ আগস্ট) আইভী রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের এইদিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় আহত হয়ে মারা যান তিনি।

এই নারীনেত্রী আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।

দিনটি উপলক্ষে সকাল ৮টায় বনানী কবরস্থানে আইভী রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগ। এতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাকর্মী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।

মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা ও নির্বিচারে গুলি চালানো হয়। সেই নারকীয় হামলায় ২৪ জন নিহত  ও আইভী রহমানসহ দুই শতাধিক নেতাকর্মী-সমর্থক আহত হন।

হামলায় গুরুতর আহত আইভী রহমান ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ছিলেন তিনি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর