আজ আইভী রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী
প্রকাশিত : ০২:০৫ এএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার
আজ-আইভী-রহমানের-১৮তম-মৃত্যুবার্ষিকী
এই নারীনেত্রী আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।
দিনটি উপলক্ষে সকাল ৮টায় বনানী কবরস্থানে আইভী রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগ। এতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাকর্মী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন।
মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা ও নির্বিচারে গুলি চালানো হয়। সেই নারকীয় হামলায় ২৪ জন নিহত ও আইভী রহমানসহ দুই শতাধিক নেতাকর্মী-সমর্থক আহত হন।
হামলায় গুরুতর আহত আইভী রহমান ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ছিলেন তিনি।