সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্ট্রেলিয়ার অধিনায়ক হচ্ছেন ওয়ার্নার!

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ১০ ১০ ০২  

অস্ট্রেলিয়ার-অধিনায়ক-হচ্ছেন-ওয়ার্নার

অস্ট্রেলিয়ার-অধিনায়ক-হচ্ছেন-ওয়ার্নার

২০১৮ সালে কেপটাউন টেস্টে বল বিকৃত করে নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। তা সঙ্গে নিষিদ্ধ হন আরেক তারকা ব্যাটার স্টিভেন স্মিথ। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেও দুইজনের কেউই আর অধিনায়কত্ব ফিরে পাননি। 

এর মাঝে গুঞ্জন উঠেছে, আবারো অধিনায়কত্ব পেতে যাচ্ছেন ওয়ার্নার। এমনটি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান লাচলান হেন্ডারসন।

মূলত দলের ওয়ানডে অধিনায়ক অ্যারন ফিঞ্চ অবসর নেয়ায় বিপত্তি ঘটেছে অজিদের। জানা গেছে, প্যাট কামিন্স কিংবা মিশেল মার্শ কেউই ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নিতে চাননি। যে কারণে বাধ্য হয়েই ওয়ার্নারের দ্বারস্থ হতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এ বিষয়ে লাচলান হেন্ডারসন বলেন, ক্রিকেট অস্ট্রেলিয়া লক্ষ্য করছে, ডেভিড মাঠে ভালো করছে এবং মাঠের বাইরেও দারুণ অবদান রাখছে। তার নেতৃত্বের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান কাজ হচ্ছে সেই অভিযোগ (যে অভিযোগে ওয়ার্নার নিষিদ্ধ হন) পুনরায় খতিয়ে দেখা। 

তিনি আরো বলেন, অভিযোগ ভালোভাবে খতিয়ে দেখলেই বোঝা যাবে। আমাদের লক্ষ্য হলো, দ্রুত সম্ভব কাগজে-কলমে খতিয়ে দেখা। এতে কোনো বিলম্ব হওয়া উচিত না। তারপর আমরা ডেভিডের সঙ্গে নেতৃত্ব নিয়ে আলোচনা করতে পারব। 

লাচলান হেন্ডারসনের সঙ্গে সুর মিলিয়ে ক্রিকেট সিএ-র প্রধান নির্বাহী নিক হকলি বলেন, আগামীকালের সভায় আমরা এটি পর্যালোচনা করব এবং তা পরবর্তী সময়ে বোর্ড অনুমোদন দেবে।

Provaati
    দৈনিক প্রভাতী