সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার টিকিট শেষ

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০১  

অস্ট্রেলিয়া-ও-নিউজিল্যান্ডের-মধ্যকার-টিকিট-শেষ

অস্ট্রেলিয়া-ও-নিউজিল্যান্ডের-মধ্যকার-টিকিট-শেষ

কাল বাদে আগামী পরশু শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সীমিত সংস্করণের লড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরের স্বাগতিক অস্ট্রেলিয়া। আসরকে ঘিরে অস্ট্রেলিয়ানদের উন্মাদনাও দেখার মতো। খেলা মাঠে গড়ানোর আগেই শেষ হয়ে যাচ্ছে ম্যাচের টিকিট।

আসরের সুপার টুয়েলভ পর্বের এখনও এক সপ্তাহ বাকি। এর মধ্যেই স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে গেছে। কোনো গ্যালারির আসনই খালি নেই। নিজে দলের ম্যাচ মিস করতে রাজি নন অস্ট্রেলিয়ানরা।

টিকিট শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামী ২২ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া চাইবে আরেকবার জিততে আর কিউইরা চাইবে আগের আসরের হারের প্রতিশোধ নিতে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, প্রথমবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ লাখের বেশি টিকেট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ ছাড়াও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটও শেষ হয়ে গেছে। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই ম্যাচের টিকেট ছাড়ার পর ঝড়ের গতিতে শেষ হয়ে যায়।

এবারের আসরে ফেভারিটের তালিকা নেই বাংলাদেশ। তবে অবশিষ্ট নেই বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটও। তবে দর্শকদের জন্য সুখবর হলো, এখনো অনেক ম্যাচের টিকিট রয়ে গেছে। যেগুলো আইসিসির ওয়েবসাইটেই পাওয়া যাবে।

প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভের ম্যাচগুলো পর্যন্ত ২ বছর বয়সের নিচের শিশুদের ক্ষেত্রে টিকিট লাগবে না। তবে ২ থেকে ১৬ বছর বয়সীরা টিকিট কিনে খেলা দেখতে পারবেন। এদের টিকিটের দাম ধরা হয়েছে ৫ ডলার এবং প্রাপ্তবয়স্কদের জন্য ২০ ডলার থেকে শুরু।

Provaati
    দৈনিক প্রভাতী