সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবসান হচ্ছে ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব!

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ১৭ ০৫ ০২  

অবসান-হচ্ছে-ক্রিকেটে-ভারত-পাকিস্তান-দ্বন্দ্ব

অবসান-হচ্ছে-ক্রিকেটে-ভারত-পাকিস্তান-দ্বন্দ্ব

ভারতের সঙ্গে পাকিস্তানের শীতল সম্পর্কের কথা কারো অজানা নয়। কূটনৈতিক দিক হোক আর খেলার মাঠ, উভয় ক্ষেত্রে দুই দলের মধ্যে চরম বিরোধ। 

এবার সেই বিরোধের অবসান হতে যাচ্ছে। দুই দেশের মধ্যে শীতল সম্পর্কের বরফ গলাচ্ছে এশিয়া কাপ।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয়া কাপের পরবর্তী আসর। এই আসরকে ঘিরে আবারও পাকিস্তান সফরে যচ্ছে ভারত। এমনটাই জানিয়েছে খেলাধুলাভিত্তিক শীর্ষস্থানীয় ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজ।

দীর্ঘ ১৪ বছর হয়ে গেলো পাকিস্তানের সীমানার চৌকাঠ মাড়াচ্ছে না ভারত। সবশেষ ২০০৮ সালে পাকিস্তানের মাটিতে খেলতে গিয়েছিলো ভারতীয় ক্রিকেট দল। এরপর থেকেই সম্পর্কের চিড়া আর কখনো পানিতে ভেজেনি।

ভারতের পাকিস্তান সফরের বিস্তারিত আলোচনা হয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায়। যদিও পাকিস্তান সফরে যাওয়ার আগে সরকারের অনুমোদন লাগবে বিসিসিআইয়ের। তারা সেই অপেক্ষাতেই আছেন।

বার্ষিক সাধারণ সভায় এই বিষয়েই আলোচনা হয়েছে জানিয়ে বিসিসিআইয়ের একটি সূত্র ক্রিকবাজকে বলেছে, ‘এখানে সব সময়ই ভারতীয় সরকারের অনুমোদনের একটি ব্যাপার থাকে। আমরা সে পথেই এগোচ্ছি।’

বিসিসিআইয়ের পাকিস্তানে এশিয়া কাপে খেলার সিদ্ধান্ত বেশ ইতিবাচক বলেই ধারণা করা হচ্ছে। এর ফলে দীর্ঘদিন পর পাকিস্তানের মাটিতে ভারতীয় দলকে খেলতে দেখা যাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। সম্ভবত অবসান হতে যাচ্ছে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব!

Provaati
    দৈনিক প্রভাতী