সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবশেষে দলের সঙ্গে সাকিব, জানালেন মিরাজ

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২ ১৫ ০৩ ০১  

অবশেষে-দলের-সঙ্গে-সাকিব-জানালেন-মিরাজ

অবশেষে-দলের-সঙ্গে-সাকিব-জানালেন-মিরাজ

ভিসা জটিলতার কারণে সময়মতো দলের সঙ্গে যোগ দিতে পারেননি সাকিব আল হাসান। অবশেষে আজ বৃহঃস্পতিবার তিনি স্কোয়াডে যোগ দিয়েছেন বলে জানায় বিসিবি। 

বিসিবি থেকে দেওয়া এক ভিডিও বার্তায় আজ বৃহস্পতিবার মেহেদী মিরাজ জানিয়েছেন সাকিব দলের সাথে যোগ দিয়েছেন। 

মিরাজ বলেন, ‘সাকিব ভাই আজকে আমাদের সাথে জয়েন করেছে। এটা আমাদের টিমের জন্য বড় একটা অ্যাডভান্টেজ।’

মিরাজ আরও জানালেন, সংযুক্ত আরব আমিরাত সিরিজে সাকিব না থাকায় অপূর্ণতা ছিল। এবার তা ঘুচে গিয়ে দলে পূর্ণতা এসেছে।

নিউজিল্যান্ডে শুরু থেকেই দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের। 

তবে দলীয় অনুশীলন তো দূরের কথা ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচনেও ছিলেন না সাকিব। সে নিয়ে জন্ম হয় আলোচনা-সমালোচনার।

পরে নানা মাধ্যমে জানা যায়, ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্র থেকে নিউজিল্যান্ডে যেতে পারেননি সাকিব। যদিও ভিসা জটিলতার বিষয়টি আগে খোলাসা করা হয়নি কেনো? কেনো সমালোচনার পরই বিষয়টি সামনে এলো? অনেকে সেই প্রশ্নটিও করছেন। 

Provaati
    দৈনিক প্রভাতী