সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অটোরিকশায় মিনিট্রাকের ধাক্কা, নারী নিহত

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১৬ ০৪ ০২  

অটোরিকশায়-মিনিট্রাকের-ধাক্কা-নারী-নিহত

অটোরিকশায়-মিনিট্রাকের-ধাক্কা-নারী-নিহত

সম্পর্কিত খবর আদমদীঘিতে মিনিট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২০ জন আহত বগুড়ার আদমদীঘিতে মিনিট্রাকের ধাক্কায় অটোযাত্রী আহত আরজু বেগম মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে নওগাঁ সদর হাসপাতালে মারা যান তিনি।

এদিন সন্ধ্যায় আদমদীঘির বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের শিবপুর এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৫২ বছরের আরজু একই উপজেলার বাসিন্দা।

জানা গেছে, উপজেলার মুরইল বাজার থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিল। পথে শিবপুর এলাকায় অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় বগুড়ার  মহাস্থানগড় থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি মিনিট্রাক। এতে ট্রাক ও অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গিয়ে নারী-পুরুষ, শিশুসহ ২০ জন আহত হন। এর মধ্যে মিনিট্রাক ও অটোচালকও রয়েছেন।

আদমদীঘি থানার ওসি মো. রেজাউল করিম রেজা বলেন, আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে এক নারীর মৃত্যু হয়। আহতরা বর্তমানে নওগাঁ সদর ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Provaati
    দৈনিক প্রভাতী