সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

৭০০ গোলের শিখরে রোনালদো

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ১৩ ০১ ০২  

৭০০-গোলের-শিখরে-রোনালদো

৭০০-গোলের-শিখরে-রোনালদো

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে কোনো অর্জনের কমতি নেই। এক বিশ্বকাপ ছাড়া সব কিছুই জিতেছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। এবার আরেকটি অর্জনের পালক যুক্ত হলো তার রেকর্ডে। ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে তিনি ছুঁয়েছেন ৭০০ গোলের মাইলফলক।

রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই কীর্তি গড়েন ৩৭ বছর বয়সী ফুটবলার। রোনালদোর গোলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ইউনাইটেডও।

ম্যাচের তখন ৪৪ মিনিট। ততক্ষণ পর্যন্ত দুই দলের স্কোর ১-১ গোলে সমতা। ঠিক সে সময় সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ কাসেমিরোর পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

এবারের প্রিমিয়ার লিগে সাত ম্যাচে রোনালদোর প্রথম গোল এটি। আর সব মিলিয়ে চলতি মৌসুমে ইউনাইটেডের জার্সিতে ১০ ম্যাচে দ্বিতীয় গোল। এমন কীর্তিতে রোনালদো পেছনে ফেলেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকেও।

এই রেকর্ডের মাইলফলক ছুঁতে রোনালদো ম্যাচ খেলছেন ৯৪৫টি। তার পরেই আছেন আর্জেন্টাইন তারকা মেসি। ৬৯১ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন পিএসজি তারকা। হয়তো শিগগিরই রোনালদোর রেকর্ডে ভাগ বসাবেন তিনিও।

রোনালদো প্রথম গোলটি করেছিলেন ২০ বছর ২ দিন বয়সে। স্পোর্টিং সিপির হয়ে সেই গোলের ২০ বছর ২ দিন পর পৌঁছে গেলেন সাতশোর ঠিকানায়। অথচ এই দলের হয়ে মাত্র ৫টি গোল করেছিলেন রোনালদো।

রোনালদো তার ৭০০ গোলের মধ্যে সবচেয়ে বেশি ৪৫০ গোল করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। এরপর আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ক্লাবটির হয়ে ১৪৪টি গোল করেছেন রন। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১০১ গোল করেন পর্তুগিজ যুবরাজ।

Provaati
    দৈনিক প্রভাতী