বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

১ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানি পেল শ্রীলংকা

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৮ ০৬ ০২  

১-লাখ-৫০-হাজার-ডলার-প্রাইজমানি-পেল-শ্রীলংকা

১-লাখ-৫০-হাজার-ডলার-প্রাইজমানি-পেল-শ্রীলংকা

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ষষ্ঠবারের মত এশিয়া কাপের শিরোপা ঘরে তুলে শ্রীলংকা। এর মধ্য দিয়ে পর্দা নামে এবারের জমজমাট আসরের।

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে প্রাইজমানি হিসেবে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার পায় শ্রীলংকা দল। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৪২ লাখ ৫৫ হাজার ৯৪৬ টাকা।

গতরাতে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ১৫তম এশিয়া কাপের শিরোপা জয় করে শ্রীলংকা। ২০১৪ সালের পর আবারও এশিয়া কাপের সেরার মুকুট পড়লো লংকানরা।

আর ফাইনালে ২৩ রানে হেরে রানার্স আপ হয় পাকিস্তান। তারা পেয়েছে ৭৫ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭১ লাখ ২৭ হাজার ৯৭৩ টাকা।

ফাইনালে ৪৫ বলে অপরাজিত ৭১ রান করে সেরা খেলোয়াড় হয়েছেন শ্রীলংকার ভানুকা রাজাপাকসে। ম্যাচ সেরা হিসেবে রাজাপাকসে পেয়েছেন ৫ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৭৫ হাজার ১৯৮ টাকা।

শ্রীলংকার শিরোপা জয়ে অবদান ছিলো স্পিন অলরাউন্ডার হাসারাঙ্গা ডি সিলভার। আসরে ব্যাট হাতে ৬৬ রান ও বল হাতে ৯ উইকেট নেন হাসারাঙ্গা। 

আর তাই টুনার্মেন্ট সেরা খেলোয়াড় হন তিনি। এতে ১৫ হাজার ডলার পেয়েছেন হাসারাঙ্গা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ ২৫ হাজার ৫৯৪ টাকা।
 

Provaati
    দৈনিক প্রভাতী