সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

১৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০১  

১৯-বছর-পর-যাবজ্জীবন-সাজাপ্রাপ্ত-আসামি-গ্রেফতার

১৯-বছর-পর-যাবজ্জীবন-সাজাপ্রাপ্ত-আসামি-গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাজী কফিল উদ্দিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. তোফাজ্জল হোসেনকে ১৯ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার দুপুরে ঢাকার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়।

এর আগে, ২০০৩ সালের ১৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় হাজী কফিল উদ্দিনকে নিজ মার্কেটের সামনে সন্ত্রাসী কর্তৃক পিস্তল দিয়ে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মোছা. আম্বিয়া খাতুন বাদী হয়ে ১৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, ঐ হত্যাকাণ্ডের পরপরই এর সঙ্গে জড়িত এজাহারভুক্ত আসামিরা আত্মগোপনে চলে যান। ১৯ বছর পলাতক থাকা এ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. তোফাজ্জল হোসেনকে আসামি ঢাকা জেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট এলাকা গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী