শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘হাওয়া’র বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি শিল্পী-নির্মাতাদের

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ ১৯ ০৭ ০১  

হাওয়ার-বিরুদ্ধে-মামলা-প্রত্যাহারের-দাবি-শিল্পী-নির্মাতাদের

হাওয়ার-বিরুদ্ধে-মামলা-প্রত্যাহারের-দাবি-শিল্পী-নির্মাতাদের

আলোচিত ‘হাওয়া’ চলচ্চিত্রের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দেশের শিল্পী এবং নির্মাতারা। তারা আন্তর্জাতিক নিয়মে সার্টিফিকেশনের ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টারস ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি উত্থাপন করেন শিল্পী-নির্মাতারা। এ সময় সম্মুখভাগে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম, তারিক আনাম খান, গাউসুল আলম শাওন ও শম্পা রেজা।

এছাড়াও উপস্থিত ছিলেন আফসানা মিমি, নুরুল আলম আতিক, মাসুম রেজা, কামার আহমেদ সাইমন, অমিতাভ রেজা, পিপলু আর খান, মেজবাউর রহমান সুমন, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, ইরেশ যাকের, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারি মমসহ শিল্প-সংস্কৃতি অঙ্গনের অনেকে।

গত কয়েকদিন ধরে দেশের চলচ্চিত্রে বিরাজ করছে অস্থিতিশীল পরিস্থিতি। দর্শকনন্দিত ‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে আইনি নোটিশ, মামলাসহ নানা প্রতিবন্ধকতা দেখা গেছে। এসব নিয়ে ক্ষুব্ধ সিনেমা সংশ্লিষ্টরা।

Provaati
    দৈনিক প্রভাতী