বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সোমবার থেকে শুরু হচ্ছে নারী হকি

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৯ ০৭ ০২  

সোমবার-থেকে-শুরু-হচ্ছে-নারী-হকি

সোমবার-থেকে-শুরু-হচ্ছে-নারী-হকি

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে দেশের বিভিন্ন জেলার নারী হকি খেলোয়াড়দের নিয়ে চারটি দল গঠন করে ‘ওয়ালটন ডেভেলপমেন্ট কাপ নারী হকি টুর্নামেন্ট-২০২২’ শুরু হতে যাচ্ছে।

আগামীকাল সোমবার ১২ সেপ্টেম্বর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে এবারের আয়োজন। এই প্রতিযোগিতা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

আজ রোববার এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয় বাছাইকৃত নারী খেলোয়াড়দের নিয়ে চারটি দল গঠন করে আটদিন ব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দলগুলো হলো-বাহফে লাল, বাহফে সবুজ, বাহফে নীল ও বাহফে হলুদ।

লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেলসহ ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দেয়া হবে।

সংবাদ সম্মেলনে এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশের নারী হকির শুরু থেকেই আমরা ওয়ালটন পরিবার ছিলাম। আমাদের উদ্যোগেই খাজা রহমতউল্লাহর আমল থেকে মেয়েদের হকির জাতীয় দল গঠনের প্রচেষ্টা শুরু হয়েছিল। আমরা নিজেরাই প্রোপোজাল দিয়ে সেটা শুরু করেছিলাম। সে সময় মেয়েদের কোনো দল ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে আমরা মেয়েদের দুইটা দল দিয়ে শুরু করেছিলাম প্রথম নারী হকি প্রতিযোগিতা। এরপর থেকে এটা চলছে। ওয়ালটন গ্রুপ ধারাবাহিকভাবে স্পন্সর করছে। সেই প্রতিযোগিতাই এবার ডেভেলপমেন্ট কাপ হিসেবে শুরু হচ্ছে।’

এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর মিডিয়া পার্টনার হিসেবে আছে এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

Provaati
    দৈনিক প্রভাতী