সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুমনের গান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ১৩ ০১ ০২  

সুমনের-গান-ইঞ্জিনিয়ার্স-ইনস্টিটিউশনে

সুমনের-গান-ইঞ্জিনিয়ার্স-ইনস্টিটিউশনে

আধুনিক বাংলা গানের অন্যতম শিল্পী কবীর সুমনের অনুষ্ঠান রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে করতে অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শুক্রবার দুপুরে দেশীয় গণমাধ্যমকে তিনি বলেন,‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারা অনুমতি চেয়েছে। তাদের অনুমতি দেয়া হবে।

তবে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেছিলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠানটি করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। আমরা কাগজটা পেয়েছি, দেখি।

কবীর সুমনের আধুনিক বাংলা গান ও খেয়াল নিয়ে ১৫, ১৮ ও ২১ অক্টোবর জাতীয় জাদুঘরে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ভেন্যু হিসেবে প্রতিষ্ঠানটির প্রধান মিলনায়তন ঠিক করা হয়েছিল, কিন্তু বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছিলেন, সুমনের অনুষ্ঠান আয়োজন করা যাবে না জাদুঘরে।

কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, জাতীয় জাদুঘর কী পয়েন্ট ইনস্টলেশন তথা কেপিআইভুক্ত এলাকা। জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় সেখানে এ ধরনের অনুষ্ঠান করা যাবে না।

শফিকুল বলেছিলেন, বিশৃঙ্খলার আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডিএমপির সিদ্ধান্তের পর আয়োজকরা নতুন ভেন্যু খোঁজা শুরু করেন। এক সংবাদ সম্মেলনে তারা জানান, তিন দিনব্যাপী অনুষ্ঠানের দুই দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। ১৮ অক্টোবরের কিছু টিকিট এখনো অবিক্রিত।

Provaati
    দৈনিক প্রভাতী