বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সালিশ-বৈঠকের ক্ষোভে সহোদরসহ ৩ জনকে কুপিয়ে জখম

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২ ২১ ০৯ ০১  

সালিশ-বৈঠকের-ক্ষোভে-সহোদরসহ-৩-জনকে-কুপিয়ে-জখম

সালিশ-বৈঠকের-ক্ষোভে-সহোদরসহ-৩-জনকে-কুপিয়ে-জখম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রড চুরির ঘটনায় সালিশ-বৈঠকের বিচার করার জেরে সহোদর শাহজাহান, কবির হোসেন ও প্রতিবেশী জিয়াউর রহমান নামে তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

আহত দুই ভাইকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় বুধবার দুপুরে শাহজাহানের ভাই আলী হোসেন বাদী হয়ে মিলন, পিয়াস, নুরে আলম ও মানিকসহ ১৩ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান।

মামলার সূত্রে জানা যায়, শাহজাহানের নির্মাণাধীন বাড়ি থেকে তিন টন রড চুরি হয়। মঙ্গলবার সন্ধ্যায় এলাকায় স্থানীয় সালিশ-বৈঠকে অভিযুক্তদের বিচার করা হয়। এ আক্রোশের জেরে রাত ১০টায় শাহজাহানের ছোট ভাই মো. কবির হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ সময় শাহজাহান ও প্রতিবেশী জিয়াউর এগিয়ে আসলে তাদেরও জখম করে অভিযুক্তরা। 

পরে তাদের তিনজনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে দুই ভাই শাহজাহান ও কবির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি মশিউর রহমান বলেন, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত আসামিদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

Provaati
    দৈনিক প্রভাতী