শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সারের ব্যাগে মিলল ৮৯ লাখ টাকার সোনার বার

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০১  

সারের-ব্যাগে-মিলল-৮৯-লাখ-টাকার-সোনার-বার

সারের-ব্যাগে-মিলল-৮৯-লাখ-টাকার-সোনার-বার

একটি সারের ব্যাগ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ সময় সাকিব হোসেন (১৯) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছেন বিজিবির সদস্যরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে যশোরের শার্শা সীমান্তের গোগা গ্রাম থেকে সোনার বারসহ পাচারকারী সাকিবকে আটক করা হয়। আটক সাকিব শার্শা উপজেলার গোগা গ্রামের মৃত কালাম হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। ওই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল রুদ্রপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ১ দশমিক ২৩৩ কেজি ওজনের ১০টি সোনার বারসহ সাকিব হোসেনকে আটক করা হয়। বারগুলো একটি প্লাস্টিক ব্যাগে ইউরিয়া সারের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় লুকানো ছিল।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, আটক যুবক সোনার বারগুলো রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। যার আনুমানিক বাজার মূল্য ৮৯ লাখ ৪৬ হাজার ৪৫০ টাকা। তার বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় পাঠানো হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী