সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১০ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাফ সাফল্যে সাবিনাদের ৭ ধাপ উন্নতি 

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২ ২২ ১০ ০২  

সাফ-সাফল্যে-সাবিনাদের-৭-ধাপ-উন্নতি 

সাফ-সাফল্যে-সাবিনাদের-৭-ধাপ-উন্নতি 

নেপালের মাটিতে সাফ টুর্নামেন্টে কোনো ম্যাচ না হারা বাংলাদেশ এবার ফিফার র‍্যাংকিংয়ে এক লাফে ৭ ধাপ এগিয়ে গেল।

সাফের আগে ফিফা র‍্যাংকিংয়ে ১৪৭ নম্বরে থাকা বাংলাদেশের বর্তমান র‍্যাংকিং ১৪০। র‍্যাংকিংয়ে ব্যাপক এগোনো লাল-সবুজ দলের মোট পয়েন্টেও হয়েছে উন্নতি।

টুর্নামেন্টের আগে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের পয়েন্ট ছিল  ১০১৭.১৬, অপরাজিত সাফ চ্যাম্পিয়ন হয়ে এখন সেটা বেড়ে ১০৫৪.৫৫-তে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ও নেপালের বিপক্ষে হেরে তিন ধাপ পিছিয়েছে ভারত। ফিফার বর্তমান র‍্যাংকিংয়ে তাদের অবস্থান ৬১তম। বাংলাদেশের কাছে ফাইনালে হারা নেপাল এক ধাপ পিছিয়ে ১০৩ নম্বরে আছে।

মেয়েদের র‍্যাংকিংয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। জার্মানিকে তিনে নামিয়ে দুইয়ে উঠে এসেছে সুইডেন।

Provaati
    দৈনিক প্রভাতী