সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতে ব্যাট করার কারণ জানালেন সাকিব 

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২ ১৮ ০৬ ০১  

সাতে-ব্যাট-করার-কারণ-জানালেন-সাকিব 

সাতে-ব্যাট-করার-কারণ-জানালেন-সাকিব 

দীর্ঘদিন টি-২০ ক্রিকেটে তিন নম্বর পজিশনে ব্যাট করে আসছেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজে চার নম্বরে খেলবেন সাকিব। এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে তিন নম্বর পজিশনে ব্যাট করবেন লিটন দাস।

রোববার নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে চারে নয় সাকিব ব্যাট করলেন সাত নম্বরে।

কিউইদের সঙ্গে সাকিব সাত নম্বরে ঠিক কি কারণে ব্যাট করেছেন এই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন সবাই। খোদ অধিনায়ক নিজেই দিলেন সে

প্রশ্নের উত্তর। ম্যাচ শেষে এই অলরাউন্ডার জানিয়েছেন, বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন ধরে রাখার দরকার ছিল।

সাকিব বলেন, আমি উপরে ব্যাট করতে পারতাম কিন্তু তাদের দুজন স্পিনার বোলিং করছিল এবং আমাদের বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন ধরে রাখার দরকার ছিল। ব্যাটিং এমন একটি জায়গা যেখানে আমাদের উন্নতির সুযোগ রয়েছে এবং এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে।

সাকিব আরো যোগ করেন, ‘যখন আপনি দুই ম্যাচ হেরে যাবেন তখন চাঙ্গা থাকা কঠিন। কিন্তু বিশ্বকাপ সামনে। সামনের দুই ম্যাচ আমাদের জন্য কঠিন হতে চলেছে।’

হেগলি ওভালের পিচ পেসবান্ধব হলেও কিউই স্পিন বোলাররা ভালো বোলিং করেছে। অধিনায়ক সাকিব বললেন, ‘দলটির মানসম্পন্ন স্পিনারদের সামলাতে পারিনি আমরা’।

তিনি আরো বলেন, এই উইকেটে নিউজিল্যান্ডের স্পিনাররা ভালো বল করেছে। আমরা ভালো শুরু করেছিলাম কিন্তু তাদের মানসম্পন্ন স্পিনারদের সামলাতে পারিনি এবং আমরা কোনো মোমেন্টামই পাইনি। আমাদের উপরের তিন ব্যাটারকে পারফর্ম করতে হবে এবং ১৫-১৬ ওভার পর্যন্ত ব্যাট করতে হবে।

Provaati
    দৈনিক প্রভাতী