শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৬ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

সবাইকে একত্রিত করে নতুনভাবে শুরু করতে চাই: শ্রীরাম

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২ ১৬ ০৪ ০১  

সবাইকে-একত্রিত-করে-নতুনভাবে-শুরু-করতে-চাই-শ্রীরাম

সবাইকে-একত্রিত-করে-নতুনভাবে-শুরু-করতে-চাই-শ্রীরাম

টি-২০ ফরম্যাটে এশিয়া কাপ খেলতে বর্তমানে আমিরাতের দুবাইয়ে রয়েছে বাংলাদেশ দল। এরইমধ্যে নতুন পরামর্শক শ্রীরামের তত্বাবধানে খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত সময় পার করছে। আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে অনুশীলন শেষে শ্রীরাম জানালেন তার নিজের অভিজ্ঞতার কথা। 

বাংলাদেশের দায়িত্ব নেয়ার পর গতকাল প্রথমবারের মত গণমাধ্যমের মুখোমুখি হন শ্রীরাম। সেখানে তিনি প্রথমেই অধিনায়ক সাকিবের প্রসঙ্গ টেনে জানান, সাকিব একজন আধুনিক ক্রিকেটার। তাকে অধিনায়ক করাটা খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। 

দায়িত্ব নিয়ে শ্রীরাম জানালেন, আগে কী করেছে টাইগাররা সেটি তিনি মাথায় রাখেননি। সে বিষয়ে কোনো আগ্রহও নেই তার। বরং সামনের দিনগুলোতে সবাইকে একত্রিত করে নতুনভাবে শুরুর আশা টাইগারদের নতুন উপদেষ্টার। 

তার ভাষ্য, ‘আমি খোলা চোখ নিয়ে এসেছি। আমার পিছুটান নেই। যেটি (টি-টোয়েন্টিতে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না) বলছেন, সেটি আসলে আমার কাছে অজানাই বলতে পারেন। আমি ওভাবে দেখছি না। খোলা চোখে দেখছি, আমার পরিকল্পনা নতুন জীবনীশক্তি আনতে চাই। দলকে একত্র করতে চাই, নতুন শুরু করতে চাই।’

শ্রীরাম আরো বলেন, ‘তারা কোন বিষয় ভালো করতে পারেনি, সেটি দেখার বিষয় নয়। কী করতে পেরেছে- সেটি দেখার বিষয়। এর মাধ্যমে সেরাটা বের করে আনা। আমার নজর থাকবে স্বল্প সময়ে তাদের ওইসব শক্তিমত্তার ওপর নির্ভর করা, সেগুলো বাড়ানো। যেগুলো ভালো করিনি, সে সব এমনিতেই ঠিক হয়ে যাবে, যদি আমরা যা ভালো করছি, সেগুলো করতে থাকি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি পরিসংখ্যান দেখেছি। বোলিংয়ের কথা বললে উইকেট নেওয়ার ক্ষেত্রে- প্রথম ৩ উইকেট নেওয়ার গড়ের ক্ষেত্রে বিশ্বে আমরা অন্যতম সেরা, প্রথম ৫ উইকেট নেওয়ার ক্ষেত্রেও আমরা বিশ্বে অন্যতম সেরা। বাংলাদেশ অনেক কিছুই ঠিকঠাক করেছে এর আগে।’

এসময় বাংলাদেশ দলে নিজের ভূমিকা সম্পর্কে শ্রীরাম বলেন, ‘আমি আমার ভূমিকা সম্পর্কে পরিষ্কার। আমার ভূমিকা হলো রিসোর্স একত্র করা। আমাদের খুব ভালো কয়েকজন স্কিল কোচ আছেন। তারা যা করেন, তার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমার কাজ মূলত অধিনায়ক, টিম ডিরেক্টরের সঙ্গে কাজ করা, এবং স্কিল কোচদের নিয়ে- তিনটি ভাগকে একত্রে আনা।’’

Provaati
    দৈনিক প্রভাতী