শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্রীলংকার বিপক্ষে হারলেই বাদ ভারত

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২ ১৩ ০১ ০১  

শ্রীলংকার-বিপক্ষে-হারলেই-বাদ-ভারত

শ্রীলংকার-বিপক্ষে-হারলেই-বাদ-ভারত

এবারের এশিয়া কাপের সুপার ফোরের সমীকরণ খুব সহজ নয়। পরপর দুই ম্যাচ হারলেই দলকে বিদায় নিতে হবে আসর থেকে। সে শংকা মাথায় নিয়েই ভারত আজ লংকার বিপক্ষে মাঠে নামবে। কারণ এরই মধ্যে ভারত পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে হেরে গেছে ।

মঙ্গলবার সুপার ফোর পর্বে শ্রীলংকার মুখোমুখি হচ্ছে এশিয়া কাপের অন্যতম দাবিদার ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। নাগরিক টিভি ও গাজী টিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

আজকের এই ম্যাচে হারলে কার্যত বিদায় নিশ্চিত হয়ে যাবে ভারতের। একটাই সম্ভাবনা থাকবে, যদি অন্য দলগুলোকে রানরেটে পেছনে ফেলতে পারে। তবে সেটার জন্য তো তাকিয়ে থাকতে হবে অন্যের দিকে। 

এবারের এশিয়া কাপে লংকানরা আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১০৫ রানে গুটিয়ে গিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল। এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় দাসুন শানাকার দল। বাংলাদেশের বিপক্ষে ১৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করে বাঁচামরার লড়াইয়ে জেতে। সুপার ফোরে এসে আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়নের দৌড়ে টিকে যায়।

অন্যদিকে গ্রুপপর্বে পাকিস্তান আর হংকংকে হারালেও সুপার ফোরে এসে ধরা খায় ভারত। তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ১ বল বাকি থাকতেই ৫ উইকেটে হারে ।

আজকের ম্যাচে লংকানদের বিপক্ষ্য বাঁচামরার লড়াইয়ে তাই চাপে ভারতই। শ্রীলংকা আবার নেট রান রেটে সবার চাইতে এগিয়ে আছে। তাই লংকানরা প্রথম ম্যাচ জেতায় থাকবে উজ্জীবিত। 

Provaati
    দৈনিক প্রভাতী