বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শুরুতে রিজওয়ানকে হারালেও ভালোভাবেই এগোচ্ছে পাকিস্তান

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০২  

শুরুতে-রিজওয়ানকে-হারালেও-ভালোভাবেই-এগোচ্ছে-পাকিস্তান

শুরুতে-রিজওয়ানকে-হারালেও-ভালোভাবেই-এগোচ্ছে-পাকিস্তান

চলমান এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও পাকিস্তান। এ ম্যাচে শুরুতেই রিজওয়ানের উইকেট হারালেও বাবর ও ফখরের ব্যাটে ভালোভাবেই এগোচ্ছে পাকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৯ ওভারে এক উইকেটে ৬২ রান।

শ্রীলংকা ও পাকিস্তান দুই দল আগেই চলতি আসরের ফাইনাল নিশ্চিত করে রাখায় এই ম্যাচ অনেকটা ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’। এমন ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা।

পাকিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। দুজনের জুটিটা বড় হতে দেননি এ ম্যাচেই অভিষিক্ত প্রমোদ মাধুশান। তাকে উড়িয়ে মারতে গিয়ে উইকেটরক্ষকের তালুবন্দী হন ১৪ রান করা রিজওয়ান।

তবে এরপর বাবর ও ফখর জামান মিলে দলকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছেন। দুজনের ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগোচ্ছে পাকিস্তান।

Provaati
    দৈনিক প্রভাতী