বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে শ্রীলংকা

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২ ২২ ১০ ০১  

শুরুতেই-৩-উইকেট-হারিয়ে-চাপে-শ্রীলংকা

শুরুতেই-৩-উইকেট-হারিয়ে-চাপে-শ্রীলংকা

এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়ছে শ্রীলংকা। বাবর আজমের দলের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়েছে লংকানরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৮ ওভারে তিন উইকেটে ৫৩ রান। এর আগে ১৯.১ ওভারে অল আউট হওয়ার আগে পাকিস্তান ১২১ রান সংগ্রহ করেছে।

শ্রীলংকার হয়ে রান তাড়া করতে নামেন কুশল মেন্ডিস ও পাথুম নিশাংকা। রানের খাতা খোলার আগে মুখোমুখি প্রথম বলেই আউট হন মেন্ডিস। বোলার ছিলেন মোহাম্মদ হাসনাইন।

পরের ওভারে দানুশকা গুনাথিকালাকে ০ রানে ফেরান হারিস রউফ। দুই রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া লংকানদের হয়ে পরিস্থিতি সামাল দেন নিশাংকা ও ধনঞ্জয় ডি সিলভা।

পাওয়ার প্লের শেষ ওভারে ৯ রান করা সিলভাকে আউট করে পাকিস্তানকে ম্যাচে ফেরান রউফ। নিশাংকাকে সঙ্গে নিয়ে ভানুকা রাজাপাকশে ইনিংস মেরামত করছেন।

এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা। পাকিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।

বাবওর-রিজওয়ানের জুটিটা বড় হতে দেননি এ ম্যাচেই অভিষিক্ত প্রমোদ মাধুশান। তাকে উড়িয়ে মারতে গিয়ে উইকেটরক্ষকের তালুবন্দী হন ১৪ রান করা রিজওয়ান। তবে এরপর বাবর ও ফখর জামান মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। দুজনে মিলে গড়েন ৩৫ রানের জুটি।

ওয়ানিন্দু হাসারাঙ্গার দুর্দান্ত ক্যাচে পরিণত হওয়ার আগে ১৩ রান করেন ফখর। এরপর ৩০ রান করা বাবরকে বোল্ড করে পাকিস্তানি শিবিরে বড় আঘাত হানেন হাসারাঙ্গা। নিজের করা চতুর্থ ওভারে পরপর দুই বলে ইফতিখার আহমেদ ও আসিফ আলিকে বোল্ড করেন তিনি।

ইফতিখার ১৩ রান করলেও রানের খাতা খুলতে পারেননি আসিফ। মাঝে এ ম্যাচে একাদশে সুযোগ পাওয়া ধনঞ্জয় ডি সিলভা ফেরান খুশদিল শাহকে। তিনি করেন ৪ রান। হাসান আলী ও উসমান কাদির দুজনকে ফেরান মহেশ থিকসানা। 

শেষ দিকে নাওয়াজের ২৬ রানের ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় পাকিস্তান। শ্রীলংকার হয়ে হাসারাঙ্গা তিনটি, থিকসানা ও মাধুসান দুটি এবং ধনঞ্জয় ও করুণারত্নে একটি করে উইকেট শিকার করেন। 

Provaati
    দৈনিক প্রভাতী