বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৩ ১৪৩১ |   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোপা জিতে দেশের মানুষকেও ধন্যবাদ জানালেন শানাকা

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৬ ০৪ ০১  

শিরোপা-জিতে-দেশের-মানুষকেও-ধন্যবাদ-জানালেন-শানাকা

শিরোপা-জিতে-দেশের-মানুষকেও-ধন্যবাদ-জানালেন-শানাকা

রোববার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ষষ্ঠবারের মত এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলংকা। চ্যাম্পিয়ন হওয়ার পর দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন লংকান অধিনায়ক দাসুন শানাকা।

এবারের শিরোপাটা শ্রীলংকার জন্য একেবারেই অন্যরকম। কারণ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মারাত্মক অবনতির কারণে গত এপ্রিল থেকে দেশটিতে চলছে লড়াই সংগ্রাম।

দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করতে পারেনি লংকানরা। এশিয়া কাপের আয়োজক হয়েও তাই বাধ্য হয়ে সংযুক্ত আরব আমিরাতে আসর আয়োজন করে শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

এমন কঠিন পরিস্থিতিতে নিজেদের দেশের মানুষের মুখে এশিয়া কাপের শিরোপা দিয়ে হাসি ফোটাতে পেরেছেন বলে মনে করেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা। 

ফাইনাল শেষে শানাকা বলেন, ‘আমি এখানে থাকা আমাদের সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। তারা আমাদের দারুণ সমর্থন দিয়েছেন। দেশের মানুষকেও ধন্যবাদ জানাতে চাই। আশা করি, আমরা তাদের গর্বিত করতে পেরেছি।’

Provaati
    দৈনিক প্রভাতী