শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শারজার অনন্য এক রেকর্ড

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২ ২২ ১০ ০২  

শারজার-অনন্য-এক-রেকর্ড

শারজার-অনন্য-এক-রেকর্ড

বিশ্ব ক্রিকেটের অন্যতম ঐতিহাসিক এক ভেন্যুর নাম শারজাহ। চলতি এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচ দিয়ে অন্যরকম এক বিশ্বরেকর্ড গড়লো এই ভেন্যু।

আফগানিস্তান-শ্রীলংকার মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ আয়োজন করা মাঠ হিসেবে অন্যতম উচ্চতায় চলে গেল এ মাঠ। শুক্রবার পাকিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়ার অন্যতম প্রাচীন ভেন্যু সিডনি ক্রিকেট গ্রাউন্ডের সমান ম্যাচ আয়োজন করেছিল মাঠটি। আর আজ সিডনিকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠলো শারজাহ। 

আজকের ম্যাচসহ তিন ফরম্যাট মিলে ইতিহাসের সর্বোচ্চ ২৮১টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করলো শারজাহ। এর মধ্যে টেস্ট ম্যাচ ৯টি, ওয়ানডে ২৪৪টি ও টি-২০ ম্যাচ হয়েছে শারজায়।

অস্ট্রেলিয়ার সিডনিতে ২৮০ ও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এখন পর্যন্ত সমান ২৭৮টি করে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। 

এ পর্যন্ত সবমিলিয়ে দুইশর বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে পাঁচটি মাঠ। শারজাহ, সিডনি ও মেলবোর্ন ছাড়া অন্য দুই ম্যাচ হলো জিম্বাবুয়ের হারারে (২৩৭) ও ইংল্যান্ডের লর্ডস (২২১)। এ তালিকায় ছয় নম্বরে রয়েছে বাংলাদেশ শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের নাম। 

দেশের মাটিতে হওয়া প্রায় সব খেলা মিরপুরে হয় বিধায় উদ্বোধনের ১৬ বছরের মধ্যেই ১৯৫টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে ফেলেছেন শেরে বাংলা। আর ৫ টি ম্যাচ অনুষ্ঠিত হলেই ডাবল সেঞ্চুরি করে ফেলবে মাঠটি।

Provaati
    দৈনিক প্রভাতী